কালিহাতীতে সেইপ এর কর্মশালা অনুষ্ঠিত


টাঙ্গাইলের কালিহাতীতে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইপ)এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইপ)এর কর্মশালার অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় কালিহাতী উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী, বলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির আলী, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন,কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সেইপ এর মার্কেটিং অফিসার খোরশেদ আলমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ,শিক্ষক, ইমাম,মুয়াজ্জিনসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালাটি পরিচালনা করেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইপ)এর সোশ্যাল মার্কেটিং অফিসার আবু আজম নুর।