২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


জার্মানি, আর্জেন্টিনার পর স্পেন- একে একে ফেভারিটদের বিদায়ের পর নজর এখন ব্রাজিলে। তবে ঝরে যাওয়া জায়ান্টদের তালিকায় যোগ দেয়নি ব্রাজিল।
সাম্বার দোলায় সামারা অ্যারেনা মাতিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো বিশ্বকাপের সফলতম দলটি। ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে উঠে গেলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
হেক্সা শিরোপার মিশনে ম্যাচের শুরুতে একটু খোলসের মধ্যেই ছিলো ব্রাজিল। সেই সুযোগে বেশ কিছু দারুণ আক্রমণ শানিয়েছিলো মেক্সিকো। তবে গোলের দেখা পায়নি। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলায় ফেরে ব্রাজিল। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ব্রাজিল। ৫১ মিনিটে নেইমারের গোলে লিড নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকে গোলের জন্য মরিয়া মেক্সিকোকে হতাশায় ডোবান কৌতিনহোর বদলি হিসেবে ৮৬ মিনিটে মাঠে নামা রবার্তো ফিরমিনো। মাঠে নামার ২ মিনিট পরেই নেইমারের সহায়তায় বল জালে জড়ান ফিরমিনো।
এই গোলের পরই ম্যাচ থেকে ছিটকে যায় মেক্সিকো। সেই সাথে শেষ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্ন।
অপরদিকে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ব্রাজিল। ষষ্ঠ শিরোপা আর মাত্র তিন ধাপ সামনে।
হেক্সা শিরোপার মিশনে ম্যাচের শুরুতে একটু খোলসের মধ্যেই ছিলো ব্রাজিল। সেই সুযোগে বেশ কিছু দারুণ আক্রমণ শানিয়েছিলো মেক্সিকো। তবে গোলের দেখা পায়নি। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলায় ফেরে ব্রাজিল। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ব্রাজিল। ৫১ মিনিটে নেইমারের গোলে লিড নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকে গোলের জন্য মরিয়া মেক্সিকোকে হতাশায় ডোবান কৌতিনহোর বদলি হিসেবে ৮৬ মিনিটে মাঠে নামা রবার্তো ফিরমিনো। মাঠে নামার ২ মিনিট পরেই নেইমারের সহায়তায় বল জালে জড়ান ফিরমিনো।
এই গোলের পরই ম্যাচ থেকে ছিটকে যায় মেক্সিকো। সেই সাথে শেষ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্ন।
অপরদিকে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ব্রাজিল। ষষ্ঠ শিরোপা আর মাত্র তিন ধাপ সামনে।