টাঙ্গাইলে মহিলা মাদক সরবারহ কারীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:১৯ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৬৯১

টাঙ্গাইল জেলার সদর থানায় অভিযান চালিয়ে মহিলা মাদক সরবারহ কারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২ জুলাই সোমবার বিকালে টাঙ্গাইল  সদর থানার ডালান গোপালপুর বেপারী পাড়ায় মৃত জুব্বার আলী বাড়ীর সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামীরা হলেন মোঃ মজিবর মিয়া (৫০) পিতাঃ মৃত হাকিম উদ্দিন ২। জাবেদা বেগম (৪০), স্বামী মোঃ মজিবর রহমান, পিতাঃ মৃত জুব্বার আলী। এসময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন উদ্দার করেন।

র‌্যাব সূত্রে জানা যায় আসামীগণদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

আসামীদ্বয় টাঙ্গাইল জেলার সদর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।