‘চ্যালেঞ্জ ৩’ ছবি নিয়ে আসছেন দেব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪৫৭

দেবের অ্যাকশন ছবির ভক্তদের জন্য সুখবর হলো এবার ‘চ্যালেঞ্জ ৩’ ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব। ছবিটি তেলেগু সুপার হিট ‘দিল’র রিমেক ভার্সন। খবর টাইমস অব ইন্ডিয়া।

নতুন ছবি ‘হৈচৈ আনলিমিটেড’ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন টালিউডের জনপ্রিয় নায়ক দেব। এটি দেবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হতে যাচ্ছে।

২০০৯ সালে দেব অভিনীত ‘চ্যালেঞ্জ’র প্রথম কিস্তি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। দেবের বিপরীতে ছিলেন নায়িকা শুভশ্রী।

এরপর নায়কের ‘চ্যালেঞ্জ ২’র নায়িকা হিসেবে দেখা যায় পূজা ব্যানার্জিকে। ২০১২ সালের হিট ছবিটি তেলেগু ‘ডোকুডু’র রিমেক। আর এই ছবির মাধ্যমে বিজ্ঞাপন নির্মাতা রাজা চন্দ চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখান।

এই মুহূর্তে দেব তার প্রযোজিত ‘হৈচৈ আনলিমিটেড’র জন্য সময় দিচ্ছেন। ছবির শুটিং ইউনিট এখন উজবেকিস্তানে অবস্থান করছেন।

জানা গেছে, কমেডি ঘরানার এই ছবিতে খরাজ মুখার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, পূজা ব্যানার্জি, কৌশানি মুখার্জি, রজতাভ দত্তসহ অনেকে অভিনয় করছেন।