স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রাশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪৭৮

একেই বলে মাটির শক্তি! নইলে কোথায় স্পেন আর কোথায় রাশিয়া! তারকায় ঠাসা স্প্যানিশরা ফুটবলের পরাশক্তি। তাতে কি? ইসকো, অ্যাসানসিও, কস্তাদের সর্বশক্তির আক্রমণও ধ্বসাতে পারেনি রাশান দুর্গ।

ঝাড়া ১২৮ মিনিটের অসমাপ্ত লড়াই গড়ালো টাইব্রেকারে। নিঝনি নভগোরদে পুরো ম্যাচে গলা ফাটানো সমর্থকদের উল্ল্যাস থামতে দেয়নি রাশিয়া। স্পেনকে হারিয়ে উঠে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের ১২ মিনিটে সার্গেই ইগনাভিসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক রাশিয়া। ৪০ মিনিটে ডি বক্সের মধ্যে জেরার্ড পিকের হাতে বল লাগলে পেনাল্টি পায় রাশিয়া। গোল করে সমতায় ফেরান আর্তেম জুবা।

বিরতি থেকে ফিরে ম্যারাথন লড়াই। যেখানে আধিপত্য স্পেনেরই। নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কেউই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ফলাফল: স্পেন ১- ১ রাশিয়া (টাইব্রেকার: স্পেন ৩ (৫) - ৪ (৪) রাশিয়া)

নির্ধারিত সময়ের খেলা শেষ হতেই রণভঙ্গ দিয়ে নিজেদের দুর্গ সামলাতেই মনোযোগ দেয় রাশিয়া। স্বাগতিকদের অপেক্ষা যেনো টাইব্রেকারের জন্যই। অপরদিকে স্পেনের লাগাতার আক্রমণ। এই দল নিয়ে টাইব্রেকারে যাওয়াটাও তো সম্মানজনক না। অথচ শেষ পর্যন্ত টাই-ব্রেকারেই যেতে হলো স্পেনকে। যেখানে থেমে গেলো স্পেনের বিশ্বকাপ যাত্রা।

ইনিয়েস্তা, পিকের পর তিন নম্বরে শট করতে আসেন কোকে। ডানদিকে ঝাপিয়ে রুখে দেন গোলরক্ষক আকিনফেভ। চাপটা আরও বেড়ে যায় পরের শটে গ্লোভিন গোল করলে। চতুর্থ শটে সার্জিও রামোস বল জালে জড়ালে আশা টিকে থাকে স্পেনের। চেরিশেভের গোলের পর লাগু আসপাসের শট পোস্টের বাইরে দিয়ে উড়ে যায়। সঙ্গে উড়ে যায় স্পেনের বিশ্বকাপ স্বপ্ন। শেষ শটটি তাই নেয়াই লাগেনি রাশিয়ার।