টাঙ্গাইলে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৪৮২

টাঙ্গাইলে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। টাঙ্গাইল পৌরসভার থানা পাড়ায় ৩০ শে জুন শনিবার বিকাল ৪.৫০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে মোঃ রেজাউল ইসলাম এর বাড়ীর গেইটের সামনে থেকে মোঃ জাহিদ ইসলাম সোহান (২৮) ও মোঃ ইয়াসিন আরাফাত (১৯) দুই জনকে ৯ পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। দুইজন আসামীর বাড়িই টাঙ্গাইল সদরের থানা পাড়ায় ।

আসামীরা হলেন মোঃ জাহিদ ইসলাম সোহান (২৮) পিতা মোঃ রেজাউল ইসলাম ও মোঃ ইয়াসিন আরাফাত (১৯) পিতা মৃত মোঃ সেলিম মিয়ার।

শনিবার র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির কমান্ডার রবিউল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই জন আসামীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে -তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রি করে আসছে। তারা আরো বলেন -টাঙ্গাইল জেলার সদর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।