দেশের টেকসই উন্নয়নের লক্ষে শিল্প উদ্যোক্তাদের সুবিধা দিচ্ছে সরকার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৫০৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন,এমডিজি অর্জনে সাফল্য আসার পর এবার এসডিজিতেও(প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ) দেশের মানুষের সার্বিক সহায়তায় সাফল্য আসবে। আর এই সাফল্যই দেশের টেকসই উন্নয়ন বয়ে আনবে।

শনিবার সকালে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় স্থাপিত ‘সীমান্ত ওয়ান্ডারফুল এগ্রো ফুডস্ লিমিটেড’ নামে একটি হাঁস-মুরগী, মাছ ও গবাদী পশুর খাদ্য তৈরির কারখানা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সীমান্ত এগ্রো ফুডস্ লিমিটেডের চেয়ারম্যান ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আউয়াল খান, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, বেসিক ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ, মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসূফজাই, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহুর ইসলাম প্রমুখ।

এমপি একাব্বর হোসেন বলেন দেশের টেকসই অর্থনৈতিক উন্নতির লক্ষে শিল্প উদ্যোক্তাদের গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির পাশাপাশি সরকার সহজ শর্তে ব্যাংক ঋণেরও ব্যবস্থা করছে। এতে দেশে একের পর এক শিল্প কারখানা গড়ে উঠছে। এসব শিল্প কারখানা গড়ে উঠায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও গবাদী পশুর খামারী, ডিলার ও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।