শরীফ মাহামুদ'র গণসংযোগ

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ২২৫৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় নৌকার মাঝির অন্যতম দাবীদার হতে চান মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মীর শরীফ মাহামুদ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিনিয়ত এলাকার সর্বত্র তার পক্ষে গণজাগরনের চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিন একাধীক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কর্মসূচীতে যোগ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমুলক কার্যক্রমের চিত্র জনসাধারনের কাছে তুলে ধরছেন এবং নৌকায় ভোট চাচ্ছেন।


শরীফ মাহামুদ স্কুল জীবনে ১৯৭৮ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন।

মির্জাপুর কলেজে পড়াকালীন সময় তিনি ছাত্রলীগের মনোনিত প্রার্থী হিসেবে ছাত্র সংসদের ভিপি  নির্বাচিত হন। তারপর কয়েকবছর উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে মুল দল আওয়ামীলীগে প্রবেশ করেন। ছাত্রলীগের নেতৃত্বের সময় তিনি ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।

আওয়ামী রাজনীতিতে প্রবেশের পর থেকেই দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে আসছেন। ২০০৩ সাল থেকে তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

পাশাপামি একাজন দক্ষ ও কল্যানমুখী সমবায়ী হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতির দায়িত্ব পালন করছেন চতুর্থ মেয়াদে।
শরীফ মাহামুদের বাড়ি গোড়াই শিল্প এলাকায় হওয়ায় শ্রমিকদের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখেছেন তিনি। সেকারনেই শ্রমিকদের স্বার্থরক্ষায় দীর্ঘ্যদিন তাদের পাশে থেকে শ্রমিক রাজনীতি করেছেন।


শরীফ মাহামুদ তার সুদীর্ঘ্য প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে দলের ভাবমুর্তি অক্ষুন্ রাখা এবং দল মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে নিজের শ্রম ঘাম অর্থ ব্যয় করে দলের কান্ডারির ভুমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবনে উপজেলা পরিষদের তিনটি এবং জাতীয় সংসদের পাঁচটি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করে বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন।


তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে একদিকে যেমন দলকে সংগঠিত করার কাজে নিয়োজিত রয়েছেন অপরদিকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসূচিতেও অবদান রাখছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন লাভের আশায় ইতিমধ্যে মাঠে নেমেছেন অনেক নেতা। শরীফ মাহামুদও তাদের মধ্যে একজন। তিনি প্রতিদিনই এলাকার বিভিন্ন স্থানে একাদীক কর্মসূচীতে যোগ দিচ্ছেন। সুদীর্ঘ্য রাজনৈতিক জীবনে এলাকার প্রতটি গ্রাম পাড়ায় সৃষ্টি হয়েছে তার কর্মীবাহিনী ও অনুসাড়ি। সেই কর্মীবাহিনীই মীর শরীফ মাহামুদকে একটা ভাল অবস্থানে দেখতে চায়। তৃণমুল পর্যায় থেকে উঠে আসা এই নেতা রাজনৈতিক সামজিক দিকে মানুষের খুব কাছাকাছি পৌছেছেন।

শরীফ মাহামুদ মনে করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী। তাই আমার ধ্যান জ্ঞান সম্পুর্ণ রাজিৈতক কর্মকান্ড ভিত্তিক। মাঠ পর্যায় থেকে শুরু করেছি এখন্ োমাঠেই আছি। তাই সবকিছু মিলিয়ে আমি নৌকার মাঝি হওয়ার দাবীদার।