বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান


টাঙ্গাইলে চারটি সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
২৬ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হয়ে স্মারকলিপি গ্রহন করেন সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা কমিটি টাঙ্গাইলের সভাপতি সহকারি অধ্যাপক মো. আলী আশরাফ, সাধারণ সম্পাদক প্রভাষক আসলাম হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা কমিটি কুমুদিনী সরকারি কলেজ ইউনিটের সভাপতি সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন এবং সদস্য প্রভাষক ফাহমিদা খাতুন প্রমুখ।
এছাড়া এসময় সরকারি সা’দত কলেজ, সরকারি এম এম আলী কলেজ, সরকারি কুমুদিনী কলেজ এবং নাগরপুর সরকারি কলেজের বিসিএস ক্যাডার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রজাতন্ত্রের ২৮ টি ক্যাডারের মধ্যে একমাত্র শিক্ষা ক্যাডারে জাতীয়করণকৃত কলেজগুলোর শিক্ষকদের বিসিএস ক্যাডার ব্যতীত আত্মীকরণ করা হয় যা সংবিধান ও আইনবহিভূর্ত বলে ক্যাডার কর্মকর্তাগণ মনে করেন। এতে করে শিক্ষা ক্যাডারসহ সকল ক্যাডার কর্মকর্তাদের মর্যাদা ক্ষুন্ন হয়। দীর্ঘ দিন ধরে ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দাবি জানিয়ে আসছে। সেই দাবির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী বরাবর এই স্মারক লিপি প্রদান করা হয়েছে।