ইভিএমের দুই কেন্দ্রে জয়ী নৌকা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৪৪৯

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ও সংঘাত-গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২৬৭ ভোট। আর বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৫১১ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ১১ লাখ ৩৭ হাজারের বেশি ভোটার অধ্যুষিত গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।