তুরস্কের নির্বাচনের সমালোচনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৪২৩

রোববার (২৫ জুন)  তুরস্কে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সোমবার রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন তারা।

নির্বাচনের খবর প্রচারে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন পর্যবেক্ষরা। এছাড়াও অস্বাভাবিক ভোটার উপস্থিতির হার নিয়েও প্রশ্ন তোলেন তারা।

 রোববার অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আগামী ২৯ জুন নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।