কৃষকদের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির ১০দফা দাবিতে স্মারকলিপি

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৪৯০

কৃষকদের বিভিন্ন স্বার্থ রক্ষায় বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দশ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল এগারটায় নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় কৃষক সমিতর সভাপতি আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সম্পাদক আব্দুল আলিমের স্বাক্ষরিত দশ দফা দাবিতে এই স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর হাতে তুলে দেন। এসময় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিত ছিলেন।

জাতীয় কৃষক সমিতর সভাপতি আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সম্পাদক আব্দুল আলিমের স্বাক্ষরিত কৃষকদের স্বার্থ রক্ষায় এই স্মারকলিপিতে দশ দফা দাবি করা হয়। দাবিগুলো, ধান, গম, পাট, ভুট্টাও আখের মূল্য নির্ধারণএবং কৃষকদের কৃষি ভ‚র্তুকি ও রেশমিং ব্যবস্থা চালু করা। মালঞ্চি রেলষ্টেশন সংস্কার ঢাকা-খুলনাগামী আন্তনগর ট্রেনের যাত্রা বিরতী।

চারঘাট সুইচগেট অপসারণ সহ বড়াল, মুসা খাঁ, নারদ, গদাই ও আত্রাই নদীর পানি প্রবাহ নিশ্চি করণ। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ ও এনজিও এবং সরকারী সকল ধরণের কৃষি ঋণের সুদের হার শতকরা পাাঁচ ভাগ করণ।

পচনশীল কৃষি পণ্যে সংরক্ষন ও প্রক্রিয়াজাত করণের লক্ষে প্রতিটি উপজেলায় হিমাগার স্থাপন, বিশেষ করে চাষীদের আম উৎপাদনের জন্য সরকারীভাবে নজরদারী বাড়ানো, বৈদুতিক মিটারের ভাড়া ও ডিমান্ড চার্জ বন্ধ, কৃষকদের স্বার্থে কৃষি আদালত গঠন সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী তেল, সার-কীটনাশকের দাম কমানো।

সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভুমি রেজিষ্ট্রি ও সর্বসাধারণের অবগতির জন্য নোটিশ বোর্ড স্থাপন, ভুমিহীনদের মধ্যে খাস জমি বন্টন, সহজ স্বর্তে খাজনা খারিজের ব্যবস্থা করণ। গবাদি পশু, হাঁস-মুরগি ও মৎস খামারিদের বিকাশে ভ‚র্তুকি প্রদান।

পচিশ বিঘার নিচে জমির খাজনা মওকুফ করণ। এবং ভারতীয় চাল, গুরু আমদানী ও চোরাই ভাবে প্রবেশ বন্ধ করা সহ মোট দশ দফা দাবি করা হয়।