নন্দীগ্রামে দরিদ্র কৃষানীর কাঁকরুলের গাছ উপরে ফেলেছে দূর্বৃত্তরা

মোঃ মাসুদ রানা, নন্দীগ্রাম ( বগুড়া ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, সোমবার, ২৫ জুন ২০১৮ | ৪৮০

বগুড়া নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামে এক দরীদ্র কৃষানীর কাঁকরুলের গাছ উপরে ফেলেছে দূর্বৃত্তরা। সংবাদ পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উ-সহকারী কৃষি অফিসার নুরুল ইসলাম ওই সবজির ক্ষেত পরিদর্শন করেছেন। গত রোববার রাতে তেঘরী পশ্চিম মাঠে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

জানাগেছে, উপজেলার তেঘরী গ্রামের কৃষানী আঞ্জুয়ারা বেগম ক্ষুদ্র ঋণ নিয়ে মাঠে ১৪ শতক জমিতে কাঁকরুলের গাছ লাগান। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে সে অনেক যত্নে এ কাঁকরুল চাষ করেছিলেন। অথচ গাছের ফুল ধরার মুহূর্তে দূর্বৃত্তদের এ নির্মম কান্ডে ভেঙে পড়েছেন আঞ্জুয়ারা বেগম।

এতে করে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষানী আঞ্জুয়ারা দাবী করেছেন। উপজেলা কৃষি অধিদপ্তরের উ-সহকারী কৃষি অফিসার নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।