বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

খা‌লিদ হাসান, বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৮:২৬ এএম, শুক্রবার, ২২ জুন ২০১৮ | ৪২৫
বগুড়ার শিবগঞ্জে  দুই যাত্রীবাহী কো‌চের সংঘ‌র্ষে  ১ জন নিহত হ‌য়ে‌ছে। এঘটনায় অাহত হয়ে‌ছে অন্তত ১০ জন।
 
শুক্রবার ভোর রাত চারটার সময় উপ‌জেলার বগুড়া রংপুর মহা সড়‌কের মোকামতলা মা‌টির ঘর এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে।‌নিহতের নাম প‌রিচয় তাৎক্ষ‌নিক ভা‌বে জানা‌তে পা‌রে‌নি পু‌লিশ।অাহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে ভর্তী করা হ‌য়ে‌ছে।  নিহ‌তের মর‌দেহ বগুড়া শ‌হীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল  মর্গে রাখা হ‌য়ে‌ছে।
 
গোবিন্দগঞ্জ হাইও‌য়ে পু‌লি‌শের ও‌সি অাক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত‌ ক‌রে‌ছেন।