সখীপুরে মুক্তিযোদ্ধাদের নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন


টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কালিদাস বাজারে এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডর এমও গণি’র সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর জহিরুল হক ডিপটি, উপজেলা ডেপুটি কমান্ডর শফিকুল ইসলাম বিএসসি, মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, এসএম আবদুল্লাহ, আবদুল হালিম সরকার লাল প্রমুখ উপস্থিত ছিলেন।