কালিহাতীতে সবুজ পৃথিবীর উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, বুধবার, ১৩ জুন ২০১৮ | ৪০৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে পরিবেশেবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ জুন বুধবার সকালে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের দারুল ইসলাম মুহাম্মদিয়া মাদ্রাসায় ১৫০ জন পরিবারের মাঝে এ ঈদের সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার।

সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির ও বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোফাখ্খারুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন দারুল ইসলাম মুহাম্মদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বিশিষ্ট সমাজসেবক সেকান্দার হোসেন ছেকা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।