যুবদল নেতা টুকু আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ এএম, মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | ৫৬১

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উত্তরার নিজ বাসা (সেক্টর-১৩, রোড-১৩, বাড়ী-২৭) থেকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ, এসময় পোশাকধারী পুলিশও ঘটনাস্থলে ছিলো বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, যুবদল নেতা টুকুকে গোয়েন্দা পুলিশের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি টুকু ভাইকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমি ডিবি অফিসের পাশেই আছি। কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই, কারোর সাথে কথাও বলতে পারিনি।