নাগরপুরে ১ কেজি গাজাসহ ৪ জন গ্রেফতার


টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ধামরাই উপজেলার কালামপুরের মাতবর আলী বেপারীর ছেলে আলী কসাই (৫৫), চরপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. ফারুখ হোসেন (২৩), নান্নার গ্রামের লালচান বেপারীর ছেলে মো. বাছেদ (৩৮), উলাইল গ্রামের মুনছুর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৪৫)।
সোমবার সকালে গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানের খবর পেয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোকনা ইউনিয়ন পরিষদের সামনে তল্লাশী চৌকি বসায়।
তল্লাশীতে গ্রেফতারকৃদের কাছ থেকে ১ কেজি গাজা ও মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। সেই সাথে ওই ৪ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কোর্টের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়।