কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ গত ৫ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ৷ স্কুল পরিচালনা পরিষদের নির্বাচনে অবিভাবক পুরুষ সদস্য পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন ৷ নির্বাচনে বিজয়ীরা হলেন, প্রথম স্থানে মোঃ বজলুর রহমান (৬নং ব্যালটে
১৩৫ভোট), মোঃ শাজাহান মিয়া (৭নং ব্যালটে ১২৫ভোট), মোঃ আব্দুস সালাম (২নং ব্যালটে ৯৬ভোট), মোঃ আহম্মদ আলী (৩নং ব্যালটে ৯০ভোট) ৷
মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ ছাহেরা খাতুন(১নং ব্যালটে ১১২ভোট) পেয়ে ৷তার নিকটতম প্রতিদ্বন্ধী মোছাঃ হাজেরা খাতুন (২নং ব্যালটে ১০৩ভোট) পান ৷
কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৪৩৫জন ৷ভোট কাস্ট হয় ২৩১টি ৷