ভূঞাপুরে পুলিশের মাদক বিরোধী র‌্যালি সমাবেশ

ফরমান শেখ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৫৭ পিএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৪৪১

“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিরোধী পথর‌্যালি সমাবেশ করছে ভূঞাপুর থানা পুলিশ প্রশাসন।

রবিবার (৩ জুন) দুপুরে ভূঞাপুর পৌরশহরের বিভিন্ন সড়কে পথ পথর‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। পরে থানা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়া, ইনচার্জ (তদন্ত) কর্মকর্তা মো. আলমগীর আশরাফ, এসআই হারুন-অর রশিদ, এসআই টিটু চৌধুরী, এসআই লিটন প্রমুখ।

এ সময় ভূঞাপুর উপজেলা সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ-আলম প্রামাণিক, সন্তোষ দত্ত, আখতার হোসেন খান, এনামুল হক মুকুল, আব্দুর রাজ্জাক প্রমুখ।