কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু


টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুটি জায়গায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ জুন) ভোরে উপজেলার সরাতৈল ও বিয়ারামারুয়া এলাকায় এ ঘটনাটি ঘঠেছে।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া (৩০)। অজ্ঞাত ২৮ বছর বয়সী যুবকের লাশ পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার সময় উপজেলার সরাতৈল নামক স্থানে পৌছালে পৃথকভাবে দুই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। কাটা পড়া সুমনের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা করবে বলে ওসি জানান।