নাগরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫২ পিএম, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | ৪৯১

“আমরা তামাক-মাদক মুক্ত মানুষ হবো, বাংলাদেশ কে এগিয়ে নেবো” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ স্থানীয় শান্তিমুখর জনপদ সংগঠনের উদ্দ্যোগে উপজেলা মোড় থেকে একটি বিশাল র‌্যালি রেব করে। র‌্যালিটি উপজেলার শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েদ হোসেন। পরে শান্তিমুখর জনপদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তিমুখর জনপদ সভাপতি ইলিয়াস কুদরত এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, শান্তিমুখর জনপদের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো,রাশেদুল আলম রাশেদ প্রমুখ ।