জিয়ার ৩৭ তম শাহাদৎ বার্ষিকীতে

টাঙ্গাইলে বিএনপির একাংশের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:৫১ পিএম, বুধবার, ৩০ মে ২০১৮ | ৪৬০

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির একাংশের উদ্যোগে ইফতার মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।

বুধবার দিন ব্যাপী স্থানীয় শহীদ সৃতি পৌরউদ্যানে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকীর আয়োজন করা হয়। দিন ব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশ পতাকা উত্তোলন ও জেলা নেতা কর্মিদের কালো ব্যাজ পরিয়ে দেন জেলা বিএনপির বহস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সন্ধায় ইফতারের সময় জিয়াউর রহমানের নামে দোওয়া পরানো হয়। দোওয়ার পরে গরিব দুঃখিদের মাঝে গণ ভোজ করানো হয়।

এসময় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে উপস্থিত থেকে পরিচালনা করেছে, জেলা বিএনপির বহস্কৃত সহ-সভাপতি এ্যাডভোকেট আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক আনিছ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, যুবনেতা মনির হোসেন, মৃদুলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।