নাগরপুরে মাদক বিরোধী অভিযান

ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ২ জন গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | ৪১২

টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী অভিযানে এক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাকনা ও ভারড়া ইউনিয়নের শাখাইল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমানের ছেলে মো. সরোয়ার হোসেন (২৮), শাখাইল গ্রামের মৃত শওকত মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬) ।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাকনা ও শাখাইল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কোর্টের মাধ্যমে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।