শিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০ পিএম, মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | ৪৬৬

টাঙ্গাইলে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ৬ টি জেলার (ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় টাঙ্গাইলে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলসমূহের যে সকল শিক্ষার্থীরা ২০১৮ সালে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ বা তার উর্দ্ধে পেয়েছে শুধু মাত্র তারাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাহিত্য সচিব ফেরদৌস সালাম, গ্লোরিয়াস প্রফেশনাল একাডেমির ইন্সট্রাক্টর ও কো অর্ডিনের্টর মো. আরিফুজ্জামান, টাঙ্গাইলস্থ ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সহ-সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগি অধ্যাপক মো. নাজিম উদ্দিন ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা প্রমুখ।

জানা যায়, দেশে ডিফেন্সে চাকরি পেতে যাতে সুবিধা হয় সে জন্য অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণকালীন সময়ে ৫০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

ইতিপূর্বেও ময়নসিংহ, কিশোরগঞ্জ ও শেরপুর জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহত্তর ময়নসিংহ অঞ্চলসমূহের ৬ টি জেলা থেকে মোট ৬০ জনকে আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গেøারিয়াস প্রফেশানল একাডেমির অধীনে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে।