মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল আশরাফের


টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছে।তার নাম আশরাফ মোল্লা। সে চুকুরিয়া গ্রামের মৃত এলহাম মোল্লার ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের বাদাইমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,আশরাফ মোল্লা পাশের কাটরা টুকরাপাড়ার সবুর মিয়ার কাছে জমি বিক্রির ২৪ হাজার টাকা পেতেন। কিন্তু সবুর দীর্ঘদিন ধরে আশরাফকে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন।
সন্ধ্যায় পাওনাদার আশরাফ দেনাদার সবুরকে বাদাইমা বাজার এলাকায় দেখতে পেয়ে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। পরে দুইজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায় সবুর আরশাফের গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশরাফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহত আশরাফ মোল্লার স্বজনরা সবুরের ছোট ভাই আওয়ালকে আটক করে পিটনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোববার বেলা সাড়ে বারটায় এ ব্যাপারে থানায় মামলার পস্তুুতি চলছে। সবুর পলাতক বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান।