কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৬ পিএম, রোববার, ২৭ মে ২০১৮ | ৫০৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে শনিবার উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টি (জে.পি) নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক মজনু মিয়া, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হযরত আলী ও আব্দুর রহিম বাদশা মোল্লা প্রমুখ।