কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, শনিবার, ২৬ মে ২০১৮ | ৮২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরে আলোচিত সলিট হত্যা মামলার অন্যতম আসামী বাদশা মিয়া (৫০) কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। সে উপজেলার রামপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার আলোচিত সলিট হত্যা মামলার অন্যতম আসামী বাদশা মিয়া কে উপজেলার রামপুর গ্রাম থেকে ২৬মে শনিবার ভোরে মামলার তদন্তকারী অফিসার এসআই/মেহেদী হাসান গ্রেফতার করে আদালতের মাধ্যমে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ১০জানুয়ারী কালিহাতী থানা পুলিশের সোর্স শফিকুল ইসলাম ওরফে সলিট উপজেলার বেহালাবাড়ী বোনের বাড়ি থেকে নিখোঁজ হন। তারই ধারাবাহিকতায় সলিটের বড় ভাই রমজান আলী কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরী করেন।

পরে রমজান আলী টাঙ্গাইল আদালতে উপজেলার কুকরাইল গ্রামের সলিট এর বন্ধু রায়হান কে আসামী করে একটি গুম মামলা দায়ের করেন। ঐ মামলার প্রেক্ষিতে কালিহাতী থানা পুলিশ উপজেলার সাতবিল থেকে নিহত শফিকুল ইসলাম ওরফে সলিট এর কংকাল উদ্ধার করেন।

মামলার তদন্তকারী অফিসার ইতিপূর্বে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।