শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৫ জন অাটক

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০ এএম, শুক্রবার, ২৫ মে ২০১৮ | ৪১৪
দেশব্যাপি মাদক নির্মূল কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে শীর্ষস্থানীয় ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
জানা যায়, বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিরব এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন মিশি ও বিপ্লব, বুড়িগঞ্জ এলাকার জাহিদুল ইসলাম ও জামিল হোসেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের মফিজুর রহমান শাহি কে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত উপজেলায় বিভিন্ন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।
 
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এব্যাপারে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের যুব সমাজকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলাবাহিনী বদ্ধপরিকর।
 
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সম্রাট খ্যাত মিশি সহ ৫ শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


শুক্রবার তাদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ওয়ারেন্টমূলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ধলু প্রাং কে আটক করা হয়েছে। শিবগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এ মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।