সন্ত্রাস দমন করতে গেলে আগে নিজেকে সন্ত্রাস মুক্ত করতে হবে-তথ্য প্রতিমন্ত্রী


সন্ত্রাস দমন করতে গেলে আগে নিজেকে সন্ত্রাস মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এমপি।
শুক্রবার দুপুরে উপজেলার ধুবড়িয়ায় স্থানীয় আাওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠান পূর্বে নাগরপুর উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম আরো বলেন, কোন সন্ত্রাসী গোষ্ঠির হাতে রাজনীতি তুলে দেয়া যাবে না। রাজনীতি স্বচ্ছ রাজনীতিবিদদের হাতে তুলে দিতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ নয় বছর আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।
তিনি আরো বলেন, যে মানুষটি নিজের উন্নয়নের কথা ভাবে না মানুষের উন্নয়নের কথা ভাবে আমি মনে করি তাকে দিয়েই জনগনের কাজ হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন নিজের কথা ভাবেনি তাই দেশের উন্নয়ন হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারন সম্পাদক এরশাদ মিয়া, সহ-সম্পাদক আব্দুল আলিম, কেএম সেলিম, সাবেক সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মো: শহিদুল হক এলিস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকু ফরিদুর রহমান ফরিদ, নাগরপুর সরকারী কলেজের ভিপি আল মামুন, এজিএস মো. হৃদয় মিয়া প্রমূখ।