মির্জাপুরে ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত


টাঙ্গাইরের মির্জাপুর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার আয়োজন করা হয়। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব ও পশ্চিম) ছাত্রলীগ দোয়া ও ইফতারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, গোড়াই ইউনিয়ন পশ্চিম ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, বাঁশতৈল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ রাজ প্রমুখ।