ধনবাড়ীর ইউএনও শামীম আরা রিনি’র বিদায় নবাগত ইউএনও আরিফা সিদ্দিকা’র আগমন


আপনাদের ব্যবহারে আমি মুদ্ধ আন্তরিকতায় সিক্ত কারণ আপনারা আমাকে আমার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করেছেন।
আমি যত দিন এই ধনবাড়ী উপজেলায় ইউএনও’র দায়িত¦ পালন করেছি তা থেকে আজ পর্যন্ত কাজ করতে গিয়ে কোন ভূল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনেক সময়ে আমাকে কঠিন হতে হয়েছে সেটা ছিল আমার প্রশাসনিক দায়িত্ব। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা অডিটরিয়ামে বিদায়ী ইউএনও শামীম আরা রিনি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অশ্রæসজল কন্ঠে এসব কথা বলেন।
এ সময় তিনি আর ও বলেন আমি আপনাদের কে ছেড়ে উচ্চতর ডিগ্রী লাভের জন্য আমাকে বিদেশে যেতে হচ্ছে। তিনি ও তার পরিবার বর্গের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বেলাল তার বক্তব্যে বলেন আমাদের ধনবাড়ী উপজেলার আড়াই লক্ষ মানুষের বিভিন্ন সেবা সহযোগিতা দিয়েছেন।
আজকের এ বিদায় আমাদের জন্য কষ্টদায়ক তবে আজকের এই দিনটি সবার জন্যই স্বরণীয় হয়ে থাকবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা অধ্যাপক মীর ফারুক আহমাদ।
তিনি বিদায়ী ইউএনও শামীম আরা রিনি’র হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আনছার আলী, পাইস্কা ইউপি চেয়ারম্যান মো. আরিফ বজলু,বলিভদ্র ইউপি চেয়ারম্যান মো. সুরুজ্জামান মিন্টু।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক জীবন মাহমুদ শক্তি প্রমূখ।
উক্ত বিদায় অনুষ্ঠানে সকল ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠান টি আয়োজন করেন ইউপি চেয়ারম্যান সমিতি ও উপজেলা প্রশানের কর্মচারী বৃন্দ। বীরতারা ইউনিয়ন পরিষদের শাফি চেয়ারম্যান বিদায় অনুষ্ঠান টি সঞ্চালনা করেন।