দোকানি ছাড়াই চলবে দোকান

নাগরপুরে সততা স্টোরের উদ্বোধন

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৭০৭


টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। যেখানে দোকানি ছাড়াই চলবে বেচাকেনা।

বৃহষ্পতিবার সকালে দূর্নীতি দমন কমিশনের পরিচালনায় ও দূর্নীতি প্রতিরোধ কমিটি নাগরপুরের সহযোগিতায় এ ষ্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক (সমন্নিত জেলা কার্যালয় টাঙ্গাইল) রেভা হালদার, দূর্নীতি প্রতিরোধ কমিটি নাগরপুর শাখার সভাপতি মো.সুজায়েত হোসেন, সাধারন সম্পাদক খোরশেদুন নাহার ভূইয়া, প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা, মো.আলমাছ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান প্রমূখ।

সততা স্টোর সম্পর্কে নাগরপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সুজায়েত হোসেন জানান, শিক্ষার্থীদের মাঝে দূর্নীতি প্রতিরোধ ও সততা সৃষ্টির লক্ষ্যে আজকের আমাদের এ আয়োজন।

শিশুরা যাতে এ স্টোর থেকে কেনাকাটার মাধ্যমে নিজেদের সততা বোধকে জাগ্রত করতে পারে।