বেসরকারি ও সূত্রে পাওয়া তথ্যে আ.লীগ প্রার্থী খালেক এগিয়ে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ৪১১

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু থেকে এগিয়ে আছেন।

রাত সোয়া ৮টা পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফল ও রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

খুলনায় খালেক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

এই সময় পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে ২০০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে খালেক পেয়েছেন এক ২২ হাজার ৮৫৪ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৭৪ হাজার ৬৬১ ভোট।

এই সময়ে রিটার্নিং কর্মকর্তা ৮৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে নৌকা প্রতীক পেয়েছে ৪৭ হাজার ৯০৯ ভোট। আর ধানের শীষ ৩০ হাজার ৬৩০ ভোট।

খুলনা সিটি নির্বাচনে মোট ৫ জন মেয়র প্রার্থী নির্বাচন করছেন।

খুলনায় মোট ভোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে অনিয়মের কারণে ৩টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।