মির্জাপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খোরশেদ আলম

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ১৪৫৪

মির্জাপুর উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উৎযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ নির্বাচন করেছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনকালে উৎযাপন কমিটি বিভিন্ন ক্ষেত্রে উপজেলার সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচিত করেছে। এদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক ) নির্বাচিত হয়েছেন দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কারিগরিতে আলহাজ শফি উদ্দিন এ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, কলেজ প্রর্যায় মির্জাপুর মহিলা কলেজ, মাদ্রাসা পর্যায় আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক জামিল হোসেন এবং সেরা শিক্ষার্থী মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফয়সাল খান শিশির।

মঙ্গলবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ।টানকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনাযেত হোসেন মন্টু,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা প্রমুখ।