টাঙ্গাইলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জেলা ভিত্তিক ভোট গ্রহন অনুষ্ঠিত


টাঙ্গাইলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জেলা ভিত্তিক ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনের দোতলায় ১৪ মে সোমবার ভোটগ্রহন চলে। টাঙ্গাইলের আইনজীবীদের সরব উপস্থিতিতে এসময় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
টাঙ্গাইলে ভোট গ্রহন চলাকালীন সময়ে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামস উদ্দিন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিকুুল ইসলাম রিপন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মহসিন সিকদার, এ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষানবীশ আইনজীবীগন ’সহ অন্যান্য আইনজীবীগণের উপস্থিতি ছিল লক্ষনীয়।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের পক্ষে দিনব্যাপী ব্যাপক প্রচারনা চালানো হয়।