আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, রোববার, ১৩ মে ২০১৮ | ৫৬১

বিজ্ঞান ভিত্তিক কৃষিকে কৃষকদের মধ্যে প্রচলনের অংশ হিসেবে মির্জাপুরে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্ত করা হয়েছে।

রোববার দুপুরে কৃষক শফিউদ্দিনের হাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান মেশিনের চাবি তুলে দেন। শফিউদ্দিনের বাড়ি উপজেলার ভাওড়া গ্রামে।

এ নিয়ে চলতি বছর বোরো মৌসুমে দু’জন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন সরকারী ভর্তকিতে দেয়া হলো বলে স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মেশিনটিতে সরকার ভর্তকি দিয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। এই মেশিন দিয়ে ঘন্টায় ৩৩ শতাংশ জমির ধান ও গম কাটা যাবে।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকার পঞ্চাশ ভাগ ভর্তুকি দিয়ে কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দিচ্ছে।