মির্জাপুর গোড়াই (পশ্চিম) এর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত


টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধেরুয়া পিএইচসি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একাব্বর হোসেন এমপি।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মীর শরিফ উজ্জামান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একাব্বর হোসেন এমপি, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মীর শরিফ উজ্জামান সোহেলকে সভাপতি ও মোঃ ইয়াকুবকে সাধারণ সম্পাদক করে গোড়াই ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।