বাগাতিপাড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন


নাটোরের বাগাতিপাড়া প্রেসক্লাবের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগাতিপাড়া প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল মজিদ।
প্রেসক্লাবের সদস্যের উপস্থিত সর্বসম্মতিতে দৈনিক দিনকাল প্রতিনিধি অধ্যক্ষ সাজেদুর রহমানকে আহবায়ক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আরিফুল ইসলাম তপুকে সদস্য সচিব করে এবং তিনজনকে উপদেষ্টা করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা সদস্য আব্দুল মজিদ, কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম রোজ। অন্যান্য সদস্য পায়েল হোসেন রিন্টু, আনোয়ার হোসেন অপু, অধ্যক্ষ জুলফিকার আলী, ফজলুর রহমান, আব্দুল মতিন, আল-আফতাব খান সুইট, মিজানুর রহমান পিপুল, রিয়াজুল ইসলাম, নূরজাহান পারভীন, ইমদাদুল হক মিলন।
আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটিকে দায়িত্ব বুঝে দিবেন বলে জানা যায়।