বাগাতিপাড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২১ পিএম, শনিবার, ১২ মে ২০১৮ | ৪৭২

নাটোরের বাগাতিপাড়া প্রেসক্লাবের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগাতিপাড়া প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল মজিদ।

প্রেসক্লাবের সদস্যের উপস্থিত সর্বসম্মতিতে দৈনিক দিনকাল প্রতিনিধি অধ্যক্ষ সাজেদুর রহমানকে আহবায়ক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আরিফুল ইসলাম তপুকে সদস্য সচিব করে এবং তিনজনকে উপদেষ্টা করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা সদস্য আব্দুল মজিদ, কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম রোজ। অন্যান্য সদস্য পায়েল হোসেন রিন্টু, আনোয়ার হোসেন অপু, অধ্যক্ষ জুলফিকার আলী, ফজলুর রহমান, আব্দুল মতিন, আল-আফতাব খান সুইট, মিজানুর রহমান পিপুল, রিয়াজুল ইসলাম, নূরজাহান পারভীন, ইমদাদুল হক মিলন।

আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটিকে দায়িত্ব বুঝে দিবেন বলে জানা যায়।