চকরিয়ার বদরখালীতে ৫৭ টি

দোকানঘর আগুনে পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় ১২ কোটি

জুনাইদ উদ্দিন, কক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৬ এএম, শনিবার, ১২ মে ২০১৮ | ৫১৪

কক্সবাজার জালার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির আওয়াতাধীন ছনুয়াপাড়া লটারীর ৫৭ টি দোকানঘর গত ১২ মে দিবাগত রাত অানুমানিক ২ ঘটিকার সময় সিএনজি'র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দেখে স্টেশনে লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে চাইলে ব্যর্থ হয়। ধমকল বাহিনীকে খবর দিলে ধমকল বাহিনীরা আসতে বিলম্ভ হওয়াতে ৫৭ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের পরিমান ৩৭ টি বাসমান পানের দোকান ১০ টি, সিএনজি ৩ টি,ভ্যানগাড়ী ১০ টি। বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির ছনুয়াপাড়া লটারীর সভাপতি মৌঃ হাফেজ শাহাদত আলী জানান মোট ৫৭ টি দোকানঘর আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের আনুমানিক ক্ষতির পরিমাণ ১২ কোটি ।

বদরখালী ফেরীঘাট স্টেশনে আগুনে পুড়ে যাওয়া ৫৭টি দোকান পরির্দশন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, এতে উপস্হিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর,বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ,বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগনেতা আবুল কাশেম ভুট্টো সিকদার,বদরখালী বাজার পরিচালনা কমিটির সম্পাদক মৌ মনজুর আলম,৪ নং ওয়ার্ডের এমইউপি রোকন উদ্দিন খোকা প্রমূখ।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানঘর মালিকদের ক্ষতিগ্রস্তদের জরুরী আর্থিক সহায়তা প্রদান করার লক্ষে। ক্ষতির পরিমাণসহ তালিকা প্রস্তুত করে নির্বাহী কার্যালেয় প্রেরণ করার জন্য ছনুয়াপাড়া লটারীর সভাপতিকে নির্দেশ দেন।