টাঙ্গাইলে মধুপুরে ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার


টাঙ্গাইলে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ওয়াসিম (২৬), মৃত ছমেদ আলীর ছেলে মো. রফিক (২৫), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘোড়শাইল গ্রামের মো. ইসরাফিলের ছেলে মো. রাশেদ (২৫) ও একই জেলার ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রাম বিড়ালশাক গ্রামের মো. আব্বাস আলীর ছেলে আমিরুল (২২)।
বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুল হক জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। সেই সঙ্গে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এ চক্রের অন্যান্য সদস্যদের ধরার চেষ্ঠা করছি। আশা করছি খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবো।