বগুড়ায় চারজনের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা


বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন এক নিহতের বাবা।
মঙ্গলবার রাতে নিহত পানের দোকানি শাহরুল ইসলাম সাবুর বাবা আছির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ছয়জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- উপজেলার কাথগাড়া গ্রামের আবু বক্করের ছেলে বেলাল হোসেন, তার স্ত্রী নাজনীন বেগম এবং তার মেয়ে নাতিশা খাতুন, আফছার আলীর ছেলে আবদুল হালিম প্রামাণিক, চন্দনপুর গ্রামের জসিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও আটমূল ইউনিয়নের কুলুপাড়া গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে লিটন সরকার।
এ দিকে পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জট খুলতে না পারলেও স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন, মাদক কেনাবেচার দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
মামলার বরাতে ওসি জাহিদ বলেন, সাবরুলকে খুঁজে না পেয়ে তার বাবা বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেন। কিন্তু তার কোনো হদিস মেলেনি। পরে খবর পেয়ে ডাবইর গ্রামের পাশে ধানক্ষেতে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে বগুড়া গোয়েন্দা পুলিশের ইসপেক্টর আসলাম আলী জানান।
মামলার বরাতে ওসি জাহিদ বলেন, সাবরুলকে খুঁজে না পেয়ে তার বাবা বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেন। কিন্তু তার কোনো হদিস মেলেনি। পরে খবর পেয়ে ডাবইর গ্রামের পাশে ধানক্ষেতে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে বগুড়া গোয়েন্দা পুলিশের ইসপেক্টর আসলাম আলী জানান।
এ ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে অাঃ জলিল কে প্রধান করে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে শিবগঞ্জের ডাবইর পাথার থেকে চার যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।