গাজীপুরে নোমানসহ বিএনপির ১০ নেতা আটক


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তার সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পরপরই পুলিশ নোমানকে নিয়ে যায় বলে সমকালকে জানান তিনি।
হাসান উদ্দিন সরকার বলেন, আমার বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর আবদুল্লাহ আল নোমানসহ আট থেকে ১০জনকে আটক করেছে পুলিশ।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার গোলাম সারওয়ার কয়েকজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ আল নোমান রয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
গোলাম সারওয়ার বলেন, বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
নোমানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন জানান, হাসান উদ্দিন সরকারের সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর তার বাসার কাছে সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে পুলিশ আবদুল্লাহ আল নোমানকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় একাধিক বিএনপি নেতা জানিয়েছেন, গাজীপুরে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন সাবেক মন্ত্রী নোমান।
উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান। সেখানে নোমানও উপস্থিত ছিলেন।