ধনবাড়ীতে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ৪০৯

টাঙ্গাইলের ধনবাড়ীতে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার ধনবাড়ী নওয়াব বিসোর্ট সেন্টারে শুরু হয়েছে।

রান ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

রান ডেভলপমেন্ট সোসাটির চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর ইসলাম জীবনের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল, কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, রান ডেভলপমেন্ট সোসাইটির মহা-সচিব মো. ইলিয়াস রাজ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার নিক্সন প্রমূখ।


উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৪০টি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ১২০জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেছে।