স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায়

নাগরপুরে বখাটের হামলায় মা-বাবা ও ভাই আহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, বুধবার, ২ মে ২০১৮ | ৩৯৯

স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় টাঙ্গাইলের নাগরপুরে বখাটেদের হামলায় ওই ছাত্রীর বাবা-মা ও ভাই গুরুতর আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোমবার সন্ধায় উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে, ওই গ্রামের নৈমুদ্দিনের ছেলে মোঃ গনি মিয়া (৪৮) তার স্ত্রী বিলকিছ বেগম (৩৫) ও ছেলে বিপ্লব (১০)।

ভুক্তভোগি পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামের মোঃ গনি মিয়ার কন্যা (১৪) অষ্টম শ্রেণীর ছাত্রীকে পার্শবর্তী পাচইরতা গ্রামের ছায়েদুর মিয়ার ছেলে মোঃ আকাশ মিয়া (২৭) বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল।

সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই বখাটে ফের উত্যক্ত করে। পরে সে (ছাত্রী) বাড়ী গিয়ে বিষয়টি তার বাবা গনি মিয়াকে জানায়। সোমবার বিকেলে এ নিয়ে ওই ছাত্রীর বাবা মোঃ গনি মিয়া প্রতিবাদ করে এবং বখাটে আকাশকে তার মেয়ের পিছু না নিতে শাসিয়ে যায়। এতে ওই বখাটে (আকাশ) ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরো ৪/৫ জন যুবক নিয়ে ওই দিন সন্ধায় ছাত্রীর পরিবারের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়। স্কুল ছাত্রীর বাবা আহত গনি মিয়া জানান, স্কুলে যাওয়া আসার পথে তার মেয়েকে আকাশ অনবড়ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর প্রতিবাদ করলে সে তাদের পরিবারের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শী পাচইরতা গ্রামের মোঃ আইয়ুব আলী ও মুক্তার হোসেন বলেন, আকাশ এই গ্রামের একজন চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সে বিভিন্ন সময়ে গনি মিয়ার নাবালিকা কন্যকে উত্যক্ত করে আসছিল। এছাড়াও সে এলাকায় অজ্ঞাত যুবকদের নিয়ে এসে লোকজনদের বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে থাকে।

এ ব্যপারে সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মেদের সাথে তার সেল ফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি শুনে আমি হাসপাতালে গিয়ে আহতদের খোজখবর নিয়েছি। এ ব্যপারে পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।