ধনবাড়ীতে ২ দিন ব্যাপী মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশলা সমাপ্ত


মা,নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা সমূহের মানোন্নয়নে সেবা গ্রহিতাদের অধিকার সুরক্ষা ও জবাব দিহিতার কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশলা সমাপ্ত হয়েছে।
ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সদস্য বৃন্দের কে নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর ভবনের দ্বিতলায় সেমিনার কক্ষে আনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশলা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রেজানুর রহমান।
এ প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশলা শুরু হয়।
উক্ত মা,নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কর্মশলায় সর্বসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এর লক্ষ্যে বিভিন্ন দিক উল্লেখ করে প্রশ্ন রাখেন,স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সহ-সভাপতি মাহমুদা খাতুন,সাধারণ সম্পাদক এ কে এম সামছুদ্দীন লাকী,সম্মানীত সদস্য বাবু বিনয় কৃষ্ণ তালুকদার, মীর মুহাম্মদ আশরাফ হোসেন,স.ম জাহাঙ্গীর আলম,মো. শহিদুল্লাহ, জীবন মাহমুদ শক্তি,প্রবীণ কুমার সরকার প্রমূখ।
ওয়েব ফাউন্ডেশর এর সমন্বয়কারী অনিরুদ্ধ রায় এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন এর সহকারী প্রোগ্রাম অফিসার মো. আতিকুজ্জামান পান্না।