নন্দীগ্রামে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালিত

মাসুদ রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | ৪৪৮

বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও মানব কল্যানে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্তর একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে অতিথি হিসেবে অংশ গ্রহন করেন (বগুড়া-৪) নন্দীগ্রামÑকাহালু এর সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। এতে আরো অংশগ্রহন করেন থানার ওসি মো: নাসির উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য নাজির হোসেন, আব্দুল হাকিম, ভোরের ডাক এর নন্দীগ্রাম প্রতিনিধি এম নজরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক সুমন কুমার নিতাই, দপ্তর সম্পাদক মাসুদ রানা, আরজেএফ সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক সাখাওয়াত হোসেন হানিফ, সাদ্দাম হোসেন, পায়েল আহম্মেদ, আব্দুল মান্নান, আয়শা আক্তার প্রমূখ।