কালিহাতীতে ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক সড়ক দূর্ঘটনায় নিহত


টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামকস্থানে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ওয়ালটন গ্রুপের কমপ্লায়েন্স বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক (৩৮) নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়ি ঘাটাইল থেকে মোটর সাইকেলযোগে টাঙ্গাইলে নিজ বাসায় ফেরার পথে কালিহাতী উপজেলার বাংড়া নামকস্থানে একটি দ্রুতগামী বাস তাকে পিছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজ্জাক টাঙ্গাইল পৌর সভার কচুয়াডাঙ্গার আব্দুল করিম মিয়ার বড় ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বুধবার সন্ধ্যায় ঘাটাইল থেকে মোটর সাইকেলযোগে ফেরার পথে কালিহাতী উপজেলার বাংড়ায় পিছন থেকে একটি গাড়ি আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক রাজ্জাক গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল থেকে হাসপাতালে গিয়ে রাজ্জাকের মরদেহ পান।
পরিবারের অনুরোধে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে নিহত রাজ্জাকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার চাচা ইমরুল কায়েসের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুর রাজ্জাকের অকাল মৃত্যুতে ওয়ালটন পরিবার সহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।