টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:১৮ পিএম, মঙ্গলবার, ১ মে ২০১৮ | ৪২৮

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার ১০ টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

জেলা শ্রমিক ফেডারেশন এর ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া এর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খার বীর বিক্রম,আমিনুর রহমান আমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক তানভীর হাসান ছোট মনি।