সিলেকশন পদ্ধতিতে ছাত্রলীগের নেতা নির্বাচন: শেখ হাসিনা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | ৫১১

ছাত্রলীগের সম্মেলনে এবার কোনও ভোটপর্ব হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত সভায় ছাত্রলীগের ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এবারের সম্মেলনে কোনও দ্বিতীয় পর্ব থাকবে না। যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, মেধা, এসব বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে।  নেতা বানানো হবে জীবনবৃত্তান্ত দেখে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে।

এসময় প্রধানমন্ত্রী নেতাদের কাছ থেকে ছাত্রলীগের আসন্ন সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কেও জানতে চান। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমানসহ অন্য কয়েকজন নেতা।

ওই সভায় শেখ হাসিনা আরও বলেন, সম্মেলনে কোনও প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনেরও প্রয়োজন নেই। যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, মেধা, এসব বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে।

কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি, সবক্ষেত্রে এবার সিলেকশন পদ্ধতি অনুসরণ করা হবে। সেভাবেই প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।